Posts

নিউজ

ডেভিড সালায়ের বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস নিয়ে তৈরি হবে সিনেমা

November 15, 2025

নিউজ ফ্যাক্টরি

69
View

চলতি বছরের বুকার প্রাইজ জিতেছেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালায়। ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য সাহিত্যের মর্যদাবান এই পুরস্কারটি জয় করেছেন তিনি। তার এই উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ডেডলাইন। 

ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ভিত্তিক চলচ্চিত্র ও টিভি প্রযোজনা সংস্থা হাউস প্রোডাকশনস এই সিনেমাটি তৈরি করবে। এই সংস্থাটি এর আগে 'কনক্লেভ', 'দ্য জোন অব ইন্টারেস্ট' এবং 'দ্য আয়রন ক্ল' এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছে।   

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিবিসি ফিল্ম এবং লেন ব্লাভাটনিক'স অ্যাক্সেসও এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। তুর্কি বংশোদ্ভূত জার্মান চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার ইলকার ছাতাক ছবিটি পরিচালনা করতে পারেন।   

ডেভিড সালায় এই সিনেমার বিষয়ে ডেডলাইনকে বলেন, 'যখন কোনো কিছু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তখন তাতে ভিন্নতা দেখতে পাওয়া যায়। তাই আমি নিশ্চিত এটি ভিন্ন কিছুই হবে, তবে এটি দেখতে আকর্ষণীয় হবে। এই উপন্যাসটির বেশ কিছু সিনেমাটিক বৈশিষ্ট্য রয়েছে।' 

‘ফ্লেশ’ ৫১ বছর বয়সী এই লেখকের ষষ্ঠ উপন্যাস। এতে ইস্তভান নামের এক ব্যক্তির কৈশোর থেকে মধ্যবয়স পর্যন্ত জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে। তিনি একজন চিত্তাকর্ষক, রহস্যময় এবং আবেগগতভাবে বিচ্ছিন্ন একজন মানুষ, যিনি তার জীবনের বিভিন্ন ধাপ অতিক্রম করে হাঙ্গেরিয়ান হাউজিং এস্টেট থেকে লন্ডনের অতি ধনীদের জগৎ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন।   

উল্লেখ্য, ডেভিড সালায় ১৯৭৪ সালে কানাডার মন্ট্রিলে হাঙ্গেরিয়ান বাবা এবং কানাডিয়ান মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে বেড়ে ওঠেন। তিনি লেবানন, যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং এখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় থাকেন। তিনি অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার প্রথম উপন্যাস 'লন্ডন অ্যান্ড দ্য সাউথ-ইস্ট' ২০০৮ সালে প্রকাশিত হয়। ২০১৬ সালে তার ‘অল দ্যাট ম্যান ইজ’ উপন্যাসটি বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।   

Comments

    Please login to post comment. Login