একটি ছেলে প্রতিদিন এক শিক্ষকের কাছে পড়তে যায় । একদিন শিক্ষক তার ছাত্রকে বলে শোন কালকে আসার সময় তোর মাকে বলবি আমার জন্যে কিছু রান্না করে দিতে ছেলে টি বললো ঠিক আছে স্যার।এই ছেলেটি তার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে ছেলে টি একটি বাটিতে করে পায়েশ নিয়ে আসে । তার পর ছেলেটি তার স্যার কে বলে স্যার নেন মা আপনার জন্য পায়েশ পাঠিয়েছে তার পর স্যার মজা করে পায়েশ খেল । হঠাৎ করে তার হাত থেকে বাটি টি মাটিতে পড়ে গিয়ে ভেঙ্গে গেল ছেলে টি যখন দেখলো বাটি ভেঙ্গে গেছে তখন সে হাউ মাউ করে কেঁদে উঠলো তখন স্যার বলে এই বেটা কাদছিস কেন এই সামান্য একটা বাটির জন্য এভাবে কাঁদতে হয় । ছেলেটি বলে স্যার এটা আপনার জন্য সামান্য কিন্তু এই বাটি না পেয়ে আমার মা আমাকে মেরে ফেলবে। স্যার বলে কেন এটা এমন কি দামী জিনিস যে তোর মা তোকে মারবে ছেলেটি বলে স্যার এই বাটিতে প্রত্যেক রাতে আমার দাদী পেশাব করে । এই কথা শুনে স্যার তো রেগে আগুন ।