হযরত সোলাইমান আ্ঃ এর একটা মোজেজা ছিল যে তিনি সব প্রাণীর ভাষা বুঝতে পারত । এক দিন সে এক নদীর কাছে এসে বসেছিল হঠাৎ দেখতে পেল এক টি পিপীলিকা মুখে কিছু খাবার নিয়ে নদীর কিনার দিয়ে যাচ্ছে হঠাৎ একটা ব্যাঙ পিঁপড়া টিকে খেয়ে ফেলল এই দৃশ্য দেখে সোলাইমান আ্ঃ কিছু ভাবতে লাগলো তার কিছুক্ষণ পর দেখে পিঁপড়া টি আবার নদীর কিনার দিয়ে যাচ্ছে তখন সোলাইমান আ্ঃ পিঁপড়া টিকে ডেকে বলল তোমাকে না একটা ব্যাঙ খেয়ে ফেলল তুমি আবার তীরে আসলে কিভাবে। পিঁপড়া টি বলে নদীর তলদেশে আমার মতো অনেক পিঁপড়া পোকা মাকড় আছে তাদের মধ্যে কেউ সুস্থ কেউ অসুস্থ আছে তাদের খাবার পৌঁছে দিতে আমি নদীর কিনার দিয়ে যাচ্ছিলাম তখন ঐ ব্যাঙটি আমাকে তার মুখের ভিতর ঢুকিয়ে নদীর তলদেশে পৌঁছে দিয়ে আসে যাতে করে আমি নদীতে ডুবে না যাই । আবার যখন ফিরে আসব তখন আবার আমাকে তীরে পৌঁছে দিয়ে যায়। তখন সোলাইমান আ্ঃ বলে তাঁদের কি কিছু বলতে শুনেছ পিঁপড়া টি বলে হ্যাঁ তারা সেখানে বসে আল্লাহর তাসবিহ পাঠ ও রিজিকের জন্য দোয়া করছিল । আর বল ছিল আল্লাহ পাক কত মহান যে তিনি আমাদের জন্য নদীর তলদেশে ও রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাই বলি যারা নামায ঈমান ছেরেসব সময় অসৎ পথে চলেন । আর একবার ভাবুন যে আল্লাহ নদীর তলদেশে রিজিকের ব্যবস্থা করতে পারে।সে কি আপনাকে অনাহারে রাখবে। একবার আল্লাহর উপর ভরসা করে দেখুন ।