Posts

কবিতা

ভালবাসার ইতিকথা

November 17, 2025

Md Nazmul

Original Author এম.এন.এইচ. রবিন

30
View

-হে প্রিও,
তুমি আমার ভূল না হয়ে সঠিক হয়ে যাও,আমি তোমার ই থেকো যাব অনন্তকাল।

হোক না গ্রীষ্মের শেষে শত বর্ষার সুবাস,মায়ায় মিলে যাব পেয়ে যাব তোমার আবাস।

আমি কবি নই,আমি কাব্যিকতা লিখতে চাই,তোমার চোখের পানে চেয়ে।

আমি সাহিত্যিক নই,তবুও তোমার ঠোঁটের চুমুক এ পেতে চাই সাহিত্যের ইতি কথা।

ভালবাসি আমি,ভালবাসি তত,
যতদিন তুমি রবে অত,
যবে যাব তোমার নাম,
এই রিদয়ে প্রাণ আছে যত।

Comments

    Please login to post comment. Login