নয়নে তুমি, জবানেও তুমি,
দেখো এই হৃদয় ভূমি..!
অস্থির হয়ে আছি আমি,
দেখিতে তোমার মুখখানি।
শ্বাসে তুমি, পাশেও তুমি,
এই অনুভবেও রেখেছি আমি..!
বাতাসে হারিয়ে যাওয়া সেই,
পাগল করা তোমার খুশবুখানি।
শব্দে তুমি, কাব্যেও তুমি,
আমার হৃদস্পন্দনে এই ধ্বনি!
বাজছে সদাই শুনে নাও,
তোমার মধুমাখা মিঠা নামখানি।
কল্পনায় তুমি, গল্পকথায়ও তুমি,
এই আনন্দে সদা রয়েছি আমি!
শূন্যের জগতে ভালোবাসা তুমি,
এসে পূর্ণ করো মোর জীবনখানি।