Posts

নিউজ

রুনা লায়লার জন্মদিনে প্রকাশিত হলো তাকে নিয়ে লেখা উপন্যাস 'মায়ার সিংহাসন'

November 17, 2025

নিউজ ফ্যাক্টরি

65
View

রুনা লায়লা উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর সুর ও কিংবদন্তি অবলম্বনে ‘মায়ার সিংহাসন’ নামে একটি উপন্যাস লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মুক্তাদির। আজ (১৭ নভেম্বর) রুনা লায়লার জন্মদিনে প্রকাশিত হয় উপন্যাসটি।

‘মায়ার সিংহাসন’ প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন এবং এটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। এই গীতি উপন্যাসে রুনা লায়লা ও তার গানে লুকিয়ে থাকা অনুভূতি, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্বকে তুলে ধরেছেন লেখক।     

আব্দুল্লাহ আল মুক্তাদির জানান, বাংলার জনসংস্কৃতিতে রুনা লায়লার সঙ্গীতের প্রভাব নিয়ে ২০২৪ সালের নভেম্বর থেকে তিনি গবেষণার কাজ শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে রুনা লায়লার গাওয়া ১০ থেকে ২০ হাজার গানের ভাণ্ডার থেকে গবেষণার জন্য বাছাই করা হয়েছিল ৫০টি উল্লেখযোগ্য গান।

তিনি আরও জানান, জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর ব্যক্তিজীবন ও সৃষ্টিশীল যাত্রাকে সমন্বয় করেই এ উপন্যাসের বয়ান নির্মিত হয়েছে। তার মেয়ে তানি লায়লা প্রয়োজনীয় তথ্য ও সাক্ষাৎকার দিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন। 

এদিকে এক ভিডিও বার্তায় ৭৩ বছর বয়সী এই শিল্পী মায়ার সিংহাসন উপন্যাসের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মায়ার সিংহাসন বইটি আমাকে নিয়ে লিখেছে। আমার জন্যই লিখেছে। সবাই পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।’

Comments

    Please login to post comment. Login