Posts

প্রবন্ধ

আধুনিক ক্যামেরার পথপ্রদর্শক

November 17, 2025

Talal Farhan

59
View
আলাপন ব্লগ | ইবনে আল-হাইথাম: আধুনিক আলোকবিজ্ঞানের জনক...

আধুনিক ক্যামেরা আবিষ্কারের পেছনে রয়েছে একজন মুসলিম বিঞ্জানীর হাত। তার নাম ‘ইবনুল হাইসাম’। আজ থেকে ১০০০ বছর আগে তিনি ক্যামেরার মূল ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। ‘ইবনুল হাইসামের জন্ম ৯৬৫ খ্রিস্টাব্দে ইরাকের বস নগরীতে। ইবনুল হাইসাম একাধারে একজন ‘’গণিতবিদ, জ্যোতির্বিদ ও পদার্থ বিঞ্জানী’’।১০২১ সালে তিনি প্রথমবারের মতো পিনহোল ক্যামেরার ধারনা দেন। ইবনুল হাইসাম বিশ্ববাসীকে দেখান যে আলো চোখে প্রবেশ করার মাধ্যমে আমরা দেখতে পাই। তিনি আবিষ্কার করেন আলো একটি ছোট্ট ফোকাস পয়েন্ট দিয়ে প্রবেশ করলে একটি চিত্র গঠন করে, এই ধারণা ভিত্তিতে তিনি তৈরি করেন পিনহোল ক্যামেরা। তার লেখা ‘’আল মানাজির’ বা ‘বুক আফ আপটিক্স’’। আপটিক্সের একটি গুরুত্বপূর্ণ কাজ, এই গ্রন্থকে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকের সমতুল্য হিসেবে ধরা হয়। ইবনুল হাইসামের এই তথ্য আবিষ্কারের পর বিঞ্জানীরা ধাপে ধেপে ক্যামেরা উন্নত করেন। ১৯৭৫ সালে কোডাকের ‘স্টিভেন স্যাসন’ প্রথম ডিজিটাল ক্যামেরা উদ্ভাবন করেন, যা ক্যামেরা প্রযুক্তিতে বিপ্লব নেয়। 

Comments

    Please login to post comment. Login