Posts

প্রবন্ধ

তবুও আজ রাতে যেতে যাও জ্যোৎস্নার বনে … ?

November 18, 2025

Rakib Shafqat Reza

77
View

ব্ল্যাকের ঐ গানটা শুনেছেন, শ্লোক ?

“ কার জলে ভাসাতে গেলে ফুল?
কার চোখে হয়েছ নিঃস্ব?
কেন স্বীকার কর, দুঃখ চেতনার মূল?

তোমার ক্যানভাসের ওই নীল আর সাদা
অস্তিত্বে বিঁধে থাকে বিপর্যস্ত স্মৃতি
এসবই পেয়ে যাবে অন্য দিনের কেউ -
তবুও আজ রাতে যেতে যাও জ্যোৎস্নার বনে … ? “

আমার প্রার্থনা, কার্তিক অথবা অগ্রাহয়নের একরাতে, এক বুক হাহাকারে আপনি যেন আকাশের দিকে তাকাতে পারেন। আমার প্রার্থনা, কোন জমানো দুঃখের কাছে আপনি নত যেন না হন, পৃথিবীর সব ক্রোধ - একটা তুমুল ঝড়ের রাতে সমুদ্রের জলের গভীরে ছুড়ে ফেলার দুঃসাহসে স্বর্গের সিড়িটা যেন ঠিক চিনতে পারেন।

আমার প্রার্থনা এই যে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামা সে রাতে, জোনাকির রঙে ঝিলমিলে অজস্র নক্ষত্র বীথির এই পৃথিবীতে, আপনার প্রিয় মানুষটা যেন আপনার পাশে থাকে। জোনাকির আলোতে সবুজ পাতার যে রঙ, তা যেন তার চোখে মিশে যায়।

আমার প্রার্থনা, আমি যেন আগামী বছরটা যেন বেঁচে থাকি। এ বছর তো আর অরোরা দেখা হল না ...

-রাকীবামানিবাস
১৫ই নভেম্বর, ২০২৫

Comments

    Please login to post comment. Login