Posts

গল্প

জম্বির আক্রমণ পার্ট ২

November 19, 2025

Story Creator

35
View

এটি এই গল্পের পার্ট ২ 

সেই জম্বি গুলো আরো ভয়ংকর দেখাচ্ছিলো, এখন তারা আর কাওকে জম্বি বানায় না, সবাই-কে মেরে ফেলে,তাদের হাতে লাঠি, ছুরি ছিলো। তারা রাজা-কে মেরে ফেলে। মন্ত্রী এই খবর শুনে, বিকট এক হাসি দেয়,সে বলে এখন আমি গ্রাম -কে বাচাবো এবং রাজা হয়ে যাবো। (বিকট এক হাসি) তার সে রাজার আসনে বসে,আমরা দেখতে পারি এখন কিছু প্রজা বেচে আছে তারা পালিয়ে গ্রামের জংগলের পাশে থাকতে লাগে, মন্ত্রী (নতুন রাজা) জম্বি দের মারতে বেরিয়ে পরে আর জম্বি রাও বনের দিকে যেতে থাকে,তার পর আমরা দেখতে পাই রাজকুমার সৈনিক এর সাথে গ্রামে-র দিকে রওনা দেয়। নতুন রাজা  এখন জম্বি দের মারতে থাকে কিন্তু তারা মরে আবার উঠে দারায় নতুন রাজা অবাক হয়ে যায় আসলে সাধু বাবা তাকেও নকল তরোয়াল এবং ঔষধ দিয়েছিলো,সে তাদের উপর ঔষধ ছিটায় কিন্তু কাজ হয় না জম্বিরা তাকেও মেরে ফেলে। তার পর জম্বিরা জংগলের দিকে যায়, তারা হামলা করে প্রাজা দের উপর প্রজারা নিজেদের প্রান বাচাতে লাগে,অনেক-কে জম্বিরা মেরেও ফেলে।

‎একটা ঘরের এক কোনায় এক মেয়ে বসে ছিলো, তখনি একটা জম্বি তার উপর আক্রমণ করে তখনি রাজকুমার এসে সেই জম্বি-কে মেরে ফেলে,তার পর সেই মেয়ের কাস থেকে সব কথা সুনে, সে খুশি হয় মন্ত্রী-র মৃত্যু তে কিন্তু সে যখন সুনে তার বাবাকেও মেরে ফেলেছে তখন সে অনেক কষ্ট পায় সে ভেঙে পরে,কিন্তু সেই  তাকে সাহস যোগায় তার চোখে এখন রাগ, সেই তরোয়াল এবং কিছু বোম নিয়ে চলে যায় জম্বির সাথে লরাই করতে,যাওয়ার আগে ঔষধ টি সে অনেক পানির সাথে মিশিয়ে পানি টি এক বোতলে ভরে নেয়। সে প্রথমেই কিন্তু জম্বি হয়ে যাওয়া মানুষ-এর সামনে যায় তার পর সে জংগলের দিক যেতে থাকে জম্বি রাও তার সাথে যায়, এবং জংগলে পৌচাবার পর সে  তাদের উপর সেই পানি ছিটিয়ে দেয়, তারা আবার মানুষ হয়ে যায়। এবং অগ্যান হয়ে যায়,তার পর সে আবার গ্রামে যায় সে আর এক দল জম্বি হয়ে যাওয়া মানুষ-কে দেখতে পায় কিন্তু তাদের সাথে  আসল জম্বিও ছিলো আসতে তারা রাজকুমার-কে ঘিরে ফেলে, রাজকুমার বলে এদেরে সাথে লারাই করতেই হবে। তার পর রাজকুমার তাদের সাথে লরাই করতে থাকে,সে কিছু মানুষ-দের কেউ মেরে ফেলে যারা জম্বি হয়ে গেছে, রাজকুমার এটা নিয়ে আফসোস করতে থাকে কিন্তু তখনি সে বলে না,আমাকে এই লরাই জিততে হবে আমাকে এসব ভাবলে চলবে না।

নেক্সট পার্ট শীগ্রই আসছে সবাই দেখতে থাকুন।

Comments

    Please login to post comment. Login