আমার ভুল :-
আমার ভুল টাকে শুধরানোর জন্য,আমাকে সাহায্য করার জন্য যদি আমাকে বলো ,তা হলে তুমি আমার শুভাকাক্ষী,,,আমার ভুল টা কে মজা নেওয়ার জন্য, বাইরের লোকের কাছে বলছো সেটাকে বলে পরচর্চা ,পরনিনদা,আমার ভুলের মাধ্যমে নিজেকে বড় দেখানোর জন্য আর আমাকে ছোট দেখানোর জন্য লোকের সঙ্গে বলছো,নিরাপত্তাহীনতায় ভুগছো,আর আমার সুনাম সহ্য করতে না পেরে ,তার জন্য আমার ভুল গুলোকে লোকের সামনে যদি বলে বেড়াও ,,,সেটাতে আমার জ্বলন,হিংসা ,ঘৃণা প্রকাশ পায় ….।।।…..