তার পর রাজকুমার ঔষধ এর পানি টি সেখানে ছিটিয়ে দেয়,যত গুলো জম্বি হয়ে যাওয়া মানুষ ছিলো সবাই আগের মত হয়ে যায়,আর যারা জম্বি ছিলো তারা ছটফট করতেছিলো কারন ঔষধ এর কারণে তাদের গা জালা করছিলো। সেই সুযকে রাজকুমার তাদের সবাই-কে মেরে ফেলে। তার পর রাজকুমার এবড় শ্বাস নেয়।
কিন্তু সে যানতে পারে সব জম্বি, যেখানে লোক আসে সেখানে আক্রমণ করে দেয়, তার পর রাজকুমার সেখানে যায় সে সেখানে গিয়ে সবাইকে দুরে সরে যেতে বলে তার পর সে তাদের সাথেও লরাই করতে থাকে, তার সাথে সেই মে টিও আসে এক সুরি হাতে নিয়ে রাজকুমার তাকে দুরে যেতে বলে,কিন্তু সে যায় না তাদের দুজনের উপর এক বড় জম্বি আক্রমণ করে দেয় রাজকুমার মেয় টিকে নিয়ে এক যোপের মদ্ধে লুকিয়ে পরে। তার পর রাজ কুমার বলে এদের-কে এভাবে হারানো যাবে না। তার পর রাজকুমার সেই মেয়েটিকে বলে
" তুমি প্রথমে মানুষ হয়ে জম্বিদের এক যায় গায় নিয়ে যাবো আর আমি বাকি অন্যদিকে নিয়ে যাবো সুযক বুজে আমি মানুষ হয়ে যাওয়া জম্বিদের উপর ঔষধ এর পানি ছিটিয়ে দিবো।" মেয়েটি সম্মতি দেয়।
তার পর তারা তাদের কথা মত, কাজ করে রাজকুমার সুযক বুজে মেয়েটির কাসে থাকা জম্বি দের গায়ে ঔষধ এর পানি ছিটিয়ে দেয়। কিন্তু তখন প্রায় অনেক জম্বি হয়ে যাওয়া মানুষ এবং রিয়েল জম্বি বেচে থাকে, আর ঔষধ এর পানি ও শেষ হয়ে থাকে তারা অনেক হাপিয়ে যায়।
তারা লাস্ট অ্যাটাক করতে চায় তাদের সামনে সব জম্বি দারিয়ে ছিলো তারা সেখান থেকে পালিয়ে এক ফাকা যায়গায় আসে,এবং সেই সব যম্বি রাও।
তাদের উপর এক দল জম্বি আক্রমণ করে রাজকুমার মেয়েটিকে নিয়ে,দেয়ওয়াল এর পিছনে লুকিয়ে পরে।রাজকুমার বলে এটাই শেষ সুযক সবাই এখন একসাথে হয়ে গেছে তার পর রাজকুমার তার কাসে থাকা ২টি বোম তাদের উপর ছুরে মারে,এবং দুই জন সেই যায়গায় যেতে থাকে যেখানে সব মানুষ রয়েছে। যেতে যেতে তারা এক বিশাল বিস্ফরণের শব্দ শুনে,দুই জনই এক শান্তির শ্বাস নেয়, রাজকুমার এক মুচকি হেসে বলে,আমি জিতেছি আমি পেরেছি আমার বাবার বদলা নিতে। তার পর তারা সেখানে পৌছায়।
সবাই রাজকুমার -কে খুশি হয়ে যায় সবাই রাজকুমার এর গুনগান করতে থাকে " জয় রাজকুমার এর জয় "
এত কিছুর পর গ্রাম এখন হাসি খুশি-☺️
তার পর সেই মেয়েটির সাথে,রাজকুমার এর বিয়ে হয় এবং রাজকুমার রাজা হয় সবাই অনেক খুশি, গ্রামে এখন আবার শান্তি ফিরে এসে সে।
- এরি সাথে আমাদের এই ফালতু গল্প টি শেষ হয়ে যায় -
যানিনা কেমন হয়েছে অতটাও ভালো হয় নাই এখন থেকে এই আইডিতে এরকম গল্প আপলোড দেওয়া হবে।
সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ!