পোস্টস

চিন্তা

পথশিশু

৪ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

সন্ধ্যায় সিগন্যালের পাশে দাঁড়িয়ে একগুচ্ছ গোলাপ আর কয়টা বকুলের মালা হাতে,দেখে বোঝা উপায় নেই যে তারা দু'জনে একটু বেশিই উত্তেজিত !মনে হয় কিসের যেনো অপেক্ষায়।  লালবাতি জ্বলা সাথেই কি যেনো হলো হাতের মধ্যে থাকা ফুল আর মালাগুলো নিয়ে ওমনি হুড়মুড়িয়ে রাস্তায় নেমে পড়লো । শ্যামবর্ণের  ছোট্ট মেয়েটির সাথে মধ্যে বয়সি একটি মেয়ে (বড়বোন)। রাস্তায় নেমে হতাশ! গাড়ির জানালায় কালো কাঁচের পর্দা। আশেপাশে তাকিয়ে দেখে একই অবস্থা। তৎক্ষনাৎ প্রতিক্রিয়ায় মনে হচ্ছে তাদের চোখে ঘোর অন্ধকার। নিরাশ হয়ে আবার ফুটপাতের রাস্তায়, মধ্যে বয়সি মেয়েটির সাথে ছোট্ট মেয়েটির কথপোকথন,কাঁপা কন্ঠে _

" জানোস্  আঞ্জু আপা আমি না আইজক্যা বেশি বেচবার পারি নাই"।

কয়ডা বেচছোস্?

৭ টা।

বিকাল থ্যাইকা এই কয়ডা! আইজ বাকি মিটাইবি কেমনে? আর খাবি কি? আচ্ছা চল মাল কয়ডা লইয়া চইল্যা যাই।

কথা শেষ হওয়া সাথে সাথে হাটতে শুরু করলো ফুলগুলো জড়িয়ে ধরে।
হাটতে হাটতে তাদের মনে আজ বোধহয় একটাই প্রশ্ন, "এই জালনা'ডা বানাইলো ক্যাডা! ? আজই জালনা'ডা না থাকলে মালডির টাকাও দিবার পারতাম রাইতে খাওন জুডতো"।

 

-ফুল বিক্রেতা পথশিশু _ জানুয়ারি /২০২৪