নেশার ধোঁয়ায় রাত দীর্ঘ,
নিঃশ্বাসে জ্বলন্ত দীর্ঘশ্বাস।
চোখের নিচে জমে থাকা রাত
ধীরে ধীরে ধূসর হয়ে আসে।
ক্ষুধা ভুলে ইচ্ছেগুলো
কোথায় যেন হারিয়ে গেছে।
ঘুটঘুটে অন্ধকার মেঘাচ্ছন্ন ঘর,
স্যাঁতসেঁতে, ঘোর ঘনঘটা।
অতল মনোযোগ আর অটল থাকে না,
যোগ্যতা দাঁড়ায় কঠিন পরীক্ষায়।
সামর্থ্যে যেন কুলায় না আর,
প্রশ্নের মুখে দক্ষতা আজ শঙ্কাময়।
নিজের সাথে কথা বলি,
ডুকরে কেঁদে উঠি।
আয়নায় নিজেকে দেখে
থমকে চমকে উঠি।
আলো পেরিয়ে অন্ধকারেই পথ খুঁজি।
হৃদয়ের টুকরোগুলো পড়ে থাকে,
ভেঙে পড়ার শব্দ কেউ শোনে না,
নিস্তব্ধতায় মিলেমিশে একাকার।
হাজারো দিনের ক্লান্তি জমে থাকে
অল্প কিছু ভুল বোঝাবুঝির আড়ালে।
কত ভালোবাসার আগুন না জ্বলেই
ছাই হয়ে যায়।
নির্ঘুম রাতের শেষে মনে পড়ে
কত কথা বলা হয়নি,
স্তব্ধতার আড়ালে চাপা পড়ে থাকে
এক ফোঁটা অভিমান।
