পোস্টস

কবিতা

বানান ছড়া। লেখক: জহুর মুনিম

৪ জুন ২০২৪

জহুর মুনিম

 

* ধনী না ধনি? গরিব না গরীব?

ধনী-গরিব শব্দ দুটো

উল্টো পুরোপুরি

দুটোর শরীর এক দিয়ে ক্যান

মারেন তাদের ছুরি?

যা বেশি তা পায় ধনী, তাই

দীর্ঘ-ঈ-কার তার

গরিব মানুষ অল্পে খুশি

নিক ও হ্রষ-ই-কার।

 

* হাটা না হাঁটা? দৌড় না দৌঁড় ?

হাঁটার সময় মাথায় তুলি ঝোলা

দৌড়ালে তা যায় না মাথায় তোলা।

হাঁটার মাথায় চাঁদটা বসাও তাই

দৌড়ের উপর কিচ্ছুটি তো নাই।

 

* ভিড় না ভীড়?

ভিড়ের সময় হাতে থাকে ছাতা

ভিড়ের হাতে ছাতা দিয়ে

বাঁচান না তার মাথা।

(হ্রষ-ই-কার ছাতার মতো)

 

* ভুঁড়ি না ভূরি? কোনটার কী অর্থ?

ভুঁড়ি বড় পেটকে বলে

যা বেশি তাই ভূরি

নিমোনিকে ঘুরি—

ভুঁড়ি হলো বড় থেকে

তাই তাতে ‘ড়’ হয়,

ভূরি প্রচুর থেকে

নাও হৃদয়ে এঁকে

তাই ভূরিতে ‘ড়’ দেয়া ভাই

মোটেও উচিৎ নয়।