Posts

চিন্তা

জীবনের অর্থ আছে কি?

November 21, 2025

Sabid Ahmed Mia

23
View

জীবনের মানে আছে।হ্যঁ সতিই জীবনের মানে আছে।তাহলে কি শোপেনহাওয়ার ভুল?ক্যামু ভুল?

আমি ঠিক?চলুন পড়তে পড়তে আবিষ্কার করি।

না তা আমি বলছি না।তবে পাগলের সুখ মনে মনে বলতেও একটা কথা আছে।এটি সবসময় মাথায় রাখবেন।বেশি না-আপনি শুধু আপনার মৃত্যুটা পর্যন্ত অপেক্ষা করুন।স্বাভাবিক মৃত্যু। দরকার হলে ধৈর্য ধরুন।দাঁতে দাঁত কামড়ে লেগে থাকুন।নিজ ধর্মের কাছে ফিরে আসুন।সবকিছুরই শেষ আছে যেমন সত্য তেমনি সত্য আমাদের যাত্রা অনন্তকালের।মহাবিশ্বের বৃহৎতাটাকে অনুভব করুন।আর্থিক সমস্যা থাকলে নিজেকে ছোট মনে করবেন না।নিজের অবস্থান যত স্বচ্ছ যত অলজ্জাকর ভাবতে পারবেন আপনি ততই সুখী হবেন।নিজেকে প্রকাশ করুন।প্রকাশেই আনন্দ।দিনের শেষে রাত্রিবেলা শয়নকক্ষে পুরো মহাবিশ্বকে ঝাপটে ধরে ঘুমান।কিন্তু ভাইয়া,থেমে যাওয়া যাবে,তবে চলে যাওয়া যাবে না।চলে গেলে কবিতা শুনবেন কিভাবে?আবু জাফর ওবায়দুল্লাহ একটা কথা বলেছেন।যারা কবিতা শুনতে পারে না তারা বাঁচতে পারে না।তাইকবিতা শুনুন।বাঁচুন।

পেছন দিকে পা বাড়াও নবীন

ফিরে আসো হে নবীন;

এই রুপালী নক্ষত্র ভরা রাতে

যেও না যেও না

ফিরে আসো ওই অশত্থবৃক্ষ হতে।

Comments

    Please login to post comment. Login