( আকাশ,নিরব ও রফিক আবার হাটতে শুরু করলো।তারা প্রায় চলেই এসেছে বাড়িটার কাছে।বাড়িটার নাম হলো নীলকুঠি।বাড়িটার চারদিকে বড় বড় গাছ।কিছুটা জঙ্গলের মতো।)
নিরব: অবশেষে এসেই গেলাম। চল আল্লাহর নাম নিয়ে ভিতরে যাই।
রফিক : ভেতরে কী যেতেই হবে?জানালা দিয়ে দেখলে হয় না?
নিরব: তুই আবার শুরু করলি! আর কথা বলিস না চল।
( তিন বন্ধু ধীরে ধীরে ভেতরে ঢুকছে।দরজা খোলাই থাকে এ বাড়ির।ভিতরে ঢুকতেই রফিক আর আকাশের গলা শুকিয়ে গেছে। নিরব এখনো সাহস ধরে রেখেছে।)
আকাশ: আমাদের এখন চলে যাওয়া উচিৎ। দেখছিস না কেমন অন্ধকার।
রফিক : আমি আর কিছুসময় থাকলে কিন্তু অজ্ঞান হয়ে যাব।
নিরব: তোরা চুপ কর! দেখছিস না ঔ রুম থেকে আলো আসছে। চল গিয়ে দেখে আসি।
( হঠাৎ করে কে যেন জোরে জোরে হেঁসে উঠলো।রফিক ভয়ে সত্যিই অজ্ঞান হয়ে গেল।)