ফুল :-
অনেক অনেক কাল আগে,যখন মানুষ জন্মায়,তখন পৃথিবীতে ফুল ছিল না।মাটির উপর ছিল কেবল বড়ো বড়ো ঘাস আর পাতা গাছ।আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত,,বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত,,হায় ফুল নেই।।
এক রাতে ফুলপরিরা নেমে এল পৃথিবীর পাতা -ভরা বাগানে।তাদের দেশে নাকি অনেক ফুল,,তারা ফুলের পাপড়ির পোশাক পরে,ফুলের মধু খায়,পরিরা বলাবলি করলো,আচ্ছা,এমন চমৎকার জায়গায় ফুল নেই?চলো,আমরা ফুল নিয়ে আসি।
বলে,তারা সকলে মিলে,তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এল।সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে,মাঠে,বনে,বনে।সেই বীজ থেকে গাছ গজালো।তারপর গাছে গাছে দেখা দিলো নানা রঙের ফুলের কুড়ি,সেই কুঁড়ি ফুটলো,সাদা ,নীল,হলদে,লাল,বেগুনি ফুলে ছেয়ে গেল বন ।।আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিলো,বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেলো,মৌমাছিরা ছুটে এল মধু খেতে।।
এখনো নাকি ফুল পরিরা নেমে আসে পৃথিবীতে।যেখানে মানুষরা থাকে, সেখানে নয়। রাত হলে, চাঁদ উঠলে, তারা গভীর জঙ্গলের ভিতর নামে। সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে। ভোর না হতে চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় - তাদের পায়ের চাপে ঘাস শূয়ে পড়েছে। কেউ দেখেছ ??