Posts

গল্প

নিশীথের নির্জনে

November 22, 2025

Ajijun Nahar Tanjila

Translated by Bangla

31
View

নিশীথের নির্জনে....

আমি দাঁড়িয়ে আছি সূর্যের এক উদ্দীপ্ত দীপ্তি শিখার নিচে যেখানে কোন জনমানব নেই আছে শুধুই এই প্রকৃতি....পাখিরা কিঁচিরমিচির করতেছে.... 
বিকেলের সুব্রতায় স্তব্ধ সকল মানবকুল.... হালকা মৃদু বাতাস...আর পায়ে লাগিয়ে থাকা সবুজ ঘাস আর মা মাটি...উপরে সাদা এবং সোনালী রাঙ্গা আকাশ....

আমি আর একটু সামনে এগিয়ে গেলাম সেখানে পানিতে ডুবা খাল... কিছুটা পুকুরের মত হালকা কচুরিপানা.....

এই নীশিথ নির্জনে দু হাত বাড়িয়ে আমি আলিঙ্গন করলাম প্রকৃতিকে.... এই প্রকৃতি মাতা আমাকে তার বায়ুমণ্ডল দিয়ে মিশিয়ে নিল হৃদয় থেকে হৃদয়ের অভ্যন্তরে....

দুচোখ বন্ধ করে বেয়ে বেয়ে পড়া অশ্রু কে অনুভব করতেছিলাম.....

আর বলতেছিলাম দয়াল তোমার কি আমারে একটুও মনে পরেনা😭😭😭

তুমি কি দেখো না আমার নির্জন নিশীথের অশ্রু😭

😭😭  এই প্রকৃতি তোরা আমারে কেন কষ্ট দিস

তোদের দয়াল কি আমার প্রতি এতই নিষ্ঠুর😭

✍️✍️ প্রেমিক মনা

Comments

    Please login to post comment. Login