একজন ছেলের কথা :-
একজন ছেলে লিখেছে ,,স্বামী থাকতে মেয়েরা কেনো ইনকাম করবে ,,কেনো নিজের পায়ে দাঁড়াবে??
বিপরীত একটা মেয়ে লিখেছে,,স্বামী বেতন এক লাখ টাকা হলেও বৌদের থাকতে হয় ফকিনির মতো ,,একশো টাকা চাইলেও শুনতে হয় নানান কথা,,সইতে হয় অপমান।স্বামী টাকা হজম করা এত সহজ নারে ভাই…এটা বাবার দেওয়া টাকা না যে একশো টাকা দিলে তার কোনো হিসাব চাইবে না ,,মেয়েরা সত্যিই বাবার রাজকন্যা হয় ❣️❣️