পোস্টস

কবিতা

একজন বিপ্লবী

৪ জুন ২০২৪

ইউসুফ আহমেদ শুভ্র

তোমার ঠোটে আফিম মেখে অপেক্ষায় থেকো প্রিয়
অপেক্ষায় থেকো আগামী কয়েক বর্ষা পর্যন্ত 
কথা দিচ্ছি,দেরি হলেও আমি ফিরে আসবো!

অপেক্ষায় থেকো সেই সময় পর্যন্ত 
যতোদিন পর্যন্ত ধর্মের নামে এই রক্তলীলা বন্ধ না হয়!

অপেক্ষায় থেকো সেই দিন পর্যন্ত 
যতোদিন আমার বোনদের ধর্ষণের বিচারে আদালত ফাঁসির কথা না কয়!

অপেক্ষায় থেকো সেই দিন পর্যন্ত 
যেদিন আমার ভাইদের পিষে ফেলবে না চলন্ত গাড়ি 
যেদিন আমরা নিশ্চিন্তে শিশুখাদ্য কিনে ফিরবো বাড়ি 
যেদিন আমাদের হাসির আড়ালে কদর্যতা থাকবে না
যেদিন ক্ষমতার দম্ভ প্রকাশ করতে হবে মানা
যেদিন আমাদের কৃষক সোনালি ধানের দাম পাবে
যেদিন আমাদের সম্পদ সুষম বন্টন হয়ে যাবে!

 

সেই দিন পর্যন্ত অপেক্ষা করো প্রিয়া!
কিংবা চলে এসো যুদ্ধে!

 

এক সাথে সরাই সব ঝঞ্জাট,হাতে হাত রেখে
এক সাথে ঘরে ফিরি,যুদ্ধজয়ের আবির মেখে!

অতঃপর আগামী বর্ষায় তোমার ঠোঁটে চুমু খেয়ে
নিশ্চিন্তে মাতাল হবো দু'জনে!!