দক্ষিণ কোরিয়ার নোবেলজয়ী লেখক হান কাং এর লেখা প্রথম ননফিকশন বই ইংরেজিতে প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
'লাইট অ্যান্ড থ্রেড' নামের বইটি ২০২৬ সালের ২৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য ইংরেজি ভাষী অঞ্চলে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এটি প্রকাশ করবে পেঙ্গুইন র্যান্ডম হাউসের ইমপ্রিন্টস হোগার্থ। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মায়া ওয়েস্ট, ই. ইয়েওয়ন এবং পেইজ আনিয়াহ মরিস।
পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, বইটি হান কাং এর ২০২৪ সালের অনুপ্রেরণামূলক নোবেল বক্তৃতা সহ বিভিন্ন লেখার একটি অনন্য সংগ্রহ। এছাড়া এই বইতে নোবেলজয়ী এ লেখকের একাধিক ছবিও থাকবে।
এদিকে ৫৪ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার এই লেখক এক বিবৃতিতে বলেছেন, 'এই বইয়ের জন্য প্রবন্ধ, কবিতা, ডায়েরি এবং ছবিগুলো বেছে নেওয়ার সময় আমার মনে হয়েছে বইটির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আলোয় মোড়া। আমি কৃতজ্ঞ এবং আনন্দিত যে এই ইংরেজি অনুবাদে মিশে থাকা এ আলো পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে।'
উল্লেখ্য, হান কাং ২০২৪ সালে নোবেল প্রাইজ জিতেছেন। তিনি দক্ষিণ কোরিয়ার প্রথম লেখক হিসেবে বিশ্বজুড়ে সম্মানজনক এই সাহিত্য পুরস্কার পান। তিনি ১৯৯৫ সালে ছোটগল্পের সংকলন ‘আ লাভ অব ইয়েসু’ দিয়ে সাহিত্যে আত্মপ্রকাশ করেন। ২০০৭ সালে প্রকাশিত ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের মাধ্যমে তিনি ব্যাপক সাফল্য পান। এটি ইংরেজিতে অনুবাদ করেন ডেবোরা স্মিথ। বইটি ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয় এবং বহুল আলোচিত বেস্টসেলার বই হয়। এই বইয়ের জন্য তিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজও পান।
সূত্র: কিরকাস