সততার চকলেটঃ
আমাদের জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে থাকে।
টিপু দোকানে গিয়ে একটা চকলেট কিনল দশ টাকা দিয়ে। দোকানদারকে সে দিল বিশ টাকা। দোকানদার ভুলে তাকে বারো টাকা ফেরত দিয়ে দিল। টিপু টাকা গুনে বুঝল দোকানদার তাকে বেশি দিয়েছে। সে ফিরে গিয়ে দুই টাকা ফেরত দিতে গেলে দোকানদার বললেন, “আরে ছেলে, দুই টাকা রাখ না!” টিপু হেসে বলল, “চাচা, দুই টাকা দিয়ে আমি দুটো চকলেট কিনতে পারি, কিন্তু আপনার ভরসা হারালে আমার মনের চকলেটটা চিরকাল তেতো থেকে যাবে।” দোকানদার এত খুশি হলেন যে, টিপুকে বললেন, “তোর জন্য আজ থেকে যত খুশি চকলেট ফ্রি!” টিপু হাসল, “না চাচা, আমি এখন থেকে শুধু একটা করে কিনব। কারণ সততার চকলেট সবচেয়ে মিষ্টি।”
- মানুষের কাছে বিশ্বস্থ হতে অনেক সময় লাগে কিন্তু সেই বিশ্বাস হারাতে এক মুহূর্ত লাগে না।