পরীক্ষার হলে রিয়া বসে আছে। হঠাৎ দেখে তার টেবিলের নিচে একটা সুন্দর লাল পেন্সিল পড়ে আছে। ক্লাসের সবচেয়ে ধনী মেয়ে সারা-র পেন্সিল। রিয়ার কাছে শুধু একটা ভোঁতা কালো পেন্সিল। মনটা বলল, “রাখ, কেউ দেখেনি।” কিন্তু রিয়া উঠে গিয়ে পরীক্ষক ম্যাডামের হাতে পেন্সিল দিয়ে বলল, “ম্যাডাম, এটা সারা-র।” পরীক্ষার পর সারা এসে বলল, “তুই দিলি? আমার বাবা বিদেশ থেকে এনেছিল, একশো টাকা দাম!” রিয়া হেসে বলল, “তোর পেন্সিল হারালে একশো টাকা, আর আমি হারাতাম আমার মনের শান্তি।
সেটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না।
” সারা পরের দিন রিয়াকে একটা পুরো পেন্সিল বক্স উপহার দিল। আর বলল, “এটা তোর সততার পুরস্কার। কিন্তু জানিস, তুই আমাকে আসল পেন্সিলটা শিখিয়ে দিলি—যেটা টাকায় কেনা যায় না।”
ছোট বাচ্চাদের সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে তবেই তারা লেখাপড়া শিখে দেশের জন্য সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে।