দুই দিনের দুনিয়াতে আমরা কত কিছুই না বলি কত রকম অহংকার দেখাই । শরীরের জোর দেখাই রুপের অহংকার দেখাই । কিন্তু একবার ভাবুন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি চাইলে সব কিছুই পারেন তাহলে কিসের এত বড়াই আমাদের। যার গায়ের রং ফর্সা সেকি কবরে যাবে না যার অনেক টাকা আছে সে কি কবরে যাবে না । যার গায়ে অনেক শক্তি আছে সে কি তার শক্তি দিয়ে মৃত্যুকে ঠেকাতে পারবে। না কেউ কোন ভাবেই মৃত্যুকে ঠেকাতে পারবে না।ধনী গরীব ফর্সা কালো লম্বা হোক আর খাটো সবাই কে একদিন চকোলেটের মতো বেঁধে একদিন কবরে যেতে হবে ।তাই আমরা যে কোন ভাবেই কোনো বিষয় নিয়ে অহংকার না করি ।কারন অহংকারিকে আল্লাহ পছন্দ করেন না।