আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পরীক্ষা কবে কখন আমাদের অভিভাবকরা ঠিক মতো জানতো না ।আর বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়ার দশা দিন আগে থেকেই এখনকার মায়েরা এতোটাই ব্যস্ত মনে হয় যেন তারাই পরীক্ষা দিবে। একটি উদাহরণ দিয়ে বলি একদিন দুই বান্ধবী বসে আছে। তারা গল্প করছিল হঠাৎ এক বান্ধবী বলল এই তুই থাক আমি বাড়ি যাই । আমার ছেলে মেয়ের এক সপ্তাহ পর পরীক্ষা শুরু হবে। অপর জন বলল কেন ওরা কি প্যারাইভেট পরে না । তখন ঐ বান্ধবী বলল তুই কি বলিস প্যারাইভেট পরে না মানে।বড় মেয়ে চার জায়গায় কোচিং করে ও ক্লাস ৮ম শ্রেণীতে পড়ে । ছোট মেয়ে ৫ ম শ্রেণীতে পড়ে ও ৩ টা প্যারাইভেট পরে । ছোট ছেলে এবার ২ য় শ্যরেণীতে উঠবে। ছেলে টা ও তিন জায়গায় কোচিং করে। অপর বান্ধবী বলল কেন যে তুই পড়াতে পারিস না তখন ঐ বান্ধবী বলল পড়াতে পারব না কেন আমি অনার্স পাশ আমার স্বামী এম এ পাশ । অপর বান্ধবী বলল ঠিক আছে সে না হয় বুঝলাম। তাহলে তুই সারা দিন বাসায় কি করিস সে বলল। আমি কি করবো আমার বাসায় কাজের বুয়া আছে সে সব কাজ করে । আমি সময় মতো। খাই আর টি ভিতর হিন্দি বাংলা সিরিয়াল দেখি আর মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি ।