Posts

নিউজ

রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন যারা

November 24, 2025

নিউজ ফ্যাক্টরি

92
View

অনলাইনে বই বিক্রির প্রতিষ্ঠান রকমারি ডটকম আয়োজন করেছে ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫’। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে সর্বাধিক বিক্রিত বইয়ের ওপর ভিত্তি করে ফিকশন, ননফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার–একাডেমিক এই চার বিভাগে মোট ৫৬টি পুরস্কার দেওয়া হয়। 

২৩ নভেম্বর বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ১ হাজার ৩০০ জনের বেশি লেখক, পাঠক, প্রকাশক ও বইশিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। 

ফিকশন বিভাগে ‘আমি পদ্মজা’ উপন্যাসের জন্য প্রথম হন ইলমা বেহরোজ, ননফিকশন বিভাগে ‘ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স’ বইয়ের জন্য মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, ধর্মীয় বিভাগে ‘এক নজরে কুরআন' বইয়ের জন্য ড. মিজানুর রহমান আজহারি এবং ক্যারিয়ার ও একাডেমিকে কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ।  

ফিকশন বিভাগের সেরা লেখক হলেন: ইলমা বেহরোজ, সালমা চৌধুরী, সাদাত হোসাইন, রাহিতুল ইসলাম, অন্তিক মাহমুদ, কয়েস সামী ও মাসফিক এনাম তূর্য।

ননফিকশন বিভাগের সেরা লেখক হলেন: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), মার্ক অনুপম মল্লিক, আসিফ ইকবাল, মহিউদ্দিন আহমদ, সাদাত হোসাইন, কায় কাউস ও মনযূর আহমাদ। 

ধর্মীয় বিভাগের সেরা লেখক হলেন: ড. মিজানুর রহমান আজহারী, আরিফ আজাদ, শায়খ আহমাদুল্লাহ, মিরাজ রহমান, মোহাম্মদ নসরত হোসেন, মুহাম্মাদ আতীক উল্লাহ ও অধ্যাপক মফিজুর রহমান।  

ক্যারিয়ার ও একাডেমিক বিভাগে সেরা লেখক হলেন: কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ, জোবায়ের আহমেদ, গাজী মিজানুর রহমান (বিসিএস), মো. আবু বকর সিদ্দিক, উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, নাহিদ হাসান মুন্না ও সাইফুল ইসলাম।

এদিকে অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ অনুষ্ঠানে উল্লেখযোগ্য একটি ঘোষণা দেন। তিনি জানান, বইশিল্পের পেছনে থাকা কর্মীদের সন্তানদের জন্য ‘প্রজেক্ট হাসিমুখ’ নামে নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ছাপাখানার শ্রমিক, বাঁধাইকর্মী, টুকরিওয়ালাসহ বই সম্পর্কিত সব কর্মীর সন্তানদের জন্য বার্ষিক ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে। 

উল্লেখ্য, রকমারি ডটকম প্রতিবছর নিজেদের ওয়েবসাইটে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের লেখক ও প্রকাশকদের এ পুরস্কার দিয়ে থাকে। 

Comments

    Please login to post comment. Login