Posts

কবিতা

মুখোশ

June 4, 2024

মোঃ ওমর ফারুক আকন্দ

পাহাড়সম সঞ্চয়ে পিপীলিকারা হাসে 
তাদের মাড়িয়ে বরশির টোপ ফেলছে 
দুষ্ট ছেলের দলেরা সদ্য বৃষ্টির 
পানিতে চিকচিক করা শোল মাছের গলায়। 
খালের পাড়ে ওঁৎ পেতে থাকা বকের সরু ঠোঁটে আটকে গেল সদ্য সাঁতার শেখা পুটিমাছ। 
কাকেরা কত স্বাধীন! মন চাইলেই উড়ে যায় আকাশে। 
ডাঙার উপরে সেও তো বন্দুকের গুলিতে মরে। 
জীবনের বাঁকে বাঁকে মৃত্যু আসে 
মৃত্যুর পথ ধরে সত্য। 
অথচ মেকি চিন্তায় বড়লোকের দুলালেরা 
কিংবা গরীব মুটেদের বেঁচে আছে জীবন। 
জীবন কি মুখোশ নয়? 
শিকারির ফাঁধে মৃত সাদা বকের মত 
আমরাও মাংস লয়ে পরে আছি 
বাংলার পথ ধরে হয়তো-বা মুখোশ পরে।

Comments

    Please login to post comment. Login