নিজের হাতে নিজের কাজ :-
কারমাটার রেল স্টেশন। একটি ট্রেন এসে দাঁড়াল।
ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন,হাতে একটি ব্যাগ,ব্যাগটি ছোটো কিন্ত মানুষ টি যে সন্মানে বড়ো।ডাক্তার বলে কথা ,,নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তাঁর লজ্জা বোধ হয় ,,তাই তিনি কুলি -কুলি বলে চিৎকার শুরু করে দিলেন।সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির ।
কুলি ডাক্তার বাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল ,,,তারপর সে চলে যেতে উদ্যত হলো,,ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে।
কুলি বললো ,পয়সা লাগবে না …
কেন?
আপনি ব্যাগ টি নিয়ে বিপদে পড়েছিলেন ,তাই একটু সাহায্য করলাম মাত্র।আমার নাম ঈশ্বরে শর্মা।
নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।
তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন,আমাকে ক্ষমা করবেন।আপনাকে আমি চিনতে পারিনি,,কুলি বললো,তাতে আর কী হয়েছে।
ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো।
তিনি প্রতিঙগা করলেন,আমি আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হবো না ..।।…