Posts

কবিতা

লাউ

November 26, 2025

Shafin pro

4
View

এই লাউ তুমি যদি আম হতে তাহলে চুয়েচুয়ে খেতে খুব মজা হতো।   

এই লাউ তুমি যদি পেয়ারা হতে তাহলে কচ কচ করে খেতে খুব মজা লাগতো।  

এই লাউ তোমার সোনার ভর্তা খাওয়ার জন্য মানুষ এত পাগল কেন।     

 এই লাউ তোমার বিচি মানুষ খাওয়ার জন্য ভেজে ভর্তা করে কেন।    

এই লাউ তোমাকে রান্না করে খাওয়ার জন্য মানুষ প্রশংসা করে কেন।    

এই লাউ তুমি গাছে ঝুলে থাকলে মানুষ তোমাকে দেখে ফেল ফেল করে চেয়ে থাকে কেন।  

এই লাউ তুমি বাজারে এলে মানুষ তোমাকে দেখলে চিমটি কাটে কেন ।    

এই লাউ তুমি প্রথম অবস্থায় তোমার শরীরে এত কাটা কাটা পশম কেন।    

এই লাউ তুমি মানুষের কাছে বেচাকেনার জন্যএত মূল্যবান কেন।   

এই লাউ তোমাকে মাছের ভিতর তরকারি হিসেবে ব্যবহার না করলে স্বাদ লাগেনা কেন । 

এই লাউ তুমি নবীদেরও প্রশংসার যোগ্য হয়েছিলে কেন।   

এই লাউ তুমি হযরত ইউনুছ নবীর সময় থেকেই মানুষের অন্তরে রয়েছো কেন।    

এই লাউ তুমি কলেরার রোগের জন্য ওষুধ হিসেবে ব্যবহার হয়েছে কেন।   

এই লাউ তুমি পাউরুটির ভিতরে কেকের ভিতরে বিভিন্ন ফাস্টফুডের খাবারের ভিতরে মোরব্বা হিসাবে ঢুকেআছো কেন।    

এই লাউ তোমাকে ঈদের সময় দেখেছি  পায়েশের ভিতরে ঢুকে থাকো কেন।   

এই লাউ তুমি ঈদের সময় জর্দার ভিতরে দেখেছি ঢুকে থাকো কেন।   

এই লাউ মাকে দেখেছি তোমাকে কুচি কুচি করে দুধের সাথে মিশিয়ে দুধ লাউ খাবার তৈরিতে তুমি সেখানে থাকো কেন।  

এই লাউ সর্বশেষে তোমার প্রশংসা আমারও স্বীকার করতে হলো যে আসলেই তুমি প্রশংসার যজ্ঞ।

Comments

    Please login to post comment. Login

  • Shafin pro 1 month ago

    কবিতাটিতে আমরা দেখলাম যে একটি লাউ আমাদের বিভিন্ন খাবারে তৈরি জন্য খুবই উপকার বেশি বেশি কমেন্টস করে গল্প গুলো প্রচার করে দিবে