হে মহান অদৃশ্য কে তুমি।
যখন আমি নীরব হয়ে যাই।
তখনই দেখি তুমি আমার সাথে আছো
যখনই আমি একা হয়ে যাই।
তখনই দেখি তুমি আমার সাথে আছো।
হে মহান অদৃশ্য কে তুমি
যখন আমি বিপদে পড়ে থাকি।
তখন আমাকে কে সাহায্য করে।
যখন আমি কাউকে খুজে পাইনা
তখনই দেখি তুমি আমার কিনারায় আছো।
যখন আমি পড়ে যাই
তখনই তুমি আমাকে দাঁড় করিয়ে দাও
যখন আমি হেরে যাই
তখনই তুমি আমাকে জয়ী করে দাও ।
হে মহান অদৃশ্য কে তুমি।
যখন আমি চিন্তাযুক্ত হয়ে পড়ি
তখন আমাকে কে চিনতা মুক্ত করে।
যখন আমি ক্ষুধার্ত থাকি
তখন আমাকে কে খাবার দিয়ে সাহায্য করে।
যখন আমি ঘর থেকে খালি হাতে বের হই
তখন আমাকে কে উপার্জন করে ঘরে ফিরে পাঠায়।
হে মহান অদৃশ্য কে তুমি।
যখন আমি অসুস্থ রোগাক্রান্ত হয়ে পড়ি
তখন আমাকে কে রোগমুক্ত করে।
যখন আমি বিপদে পড়ে থাকি
তখন আমাকে কে বিপদ থেকে মুক্ত করে।
হে মহান অদৃশ্য কে তুমি।
যখন আমার অনেক বন্ধু ছিল
তখনও দেখেছি তুমি একমাত্র শ্রেষ্ঠ বন্ধু।
যখন আমার বন্ধুরা সবাই স্বার্থ উদ্ধার করে চলে গেল
তখনো দেখলাম তুমি একমাত্র বন্ধু সাহায্যকারী।
যখন আমি দেখলাম সবাই আমার কাছে আসে স্বার্থের জন্য
তখন দেখলাম তুমি একমাত্র স্বার্থ ছাড়া আমাকে সাহায্য করে যাচ্ছ।
হে হে মহান অদৃশ্য কে তুমি।
যখন আমি পারিনা সাহায্যের জন্য তোমার কাছে চাই।
তখন তুমি একমাত্র নিঃস্বার্থভাবে সাহায্য করে যাও।
যখন কোন কাজে কোন কিছুতে ভরসা পাই না
তখন তোমার ভরসায় একমাত্র আমার একমাত্র অবলম্বন।
হে মহান অদৃশ্য কে তুমি।
যখন আমি দেখি আমার কোন কাজ বাস্তবায়ন হচ্ছে না
তখন আমার ভিতরে খুবই কষ্ট হয় যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো নাকি।
যখন আমি দেখি আমার সমস্ত কাজ বাস্তবায়ন হয়ে গেছে ।
তখন আমার মনে হয় যে তুমি সব নিজে এসে করে দিয়ে গেছো।
হে মহান অদৃশ্য সাহায্যকারী
তুমি আমাদের একা ছেড়ে দিও না এক মুহূর্তের জন্য। আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না। তুমি আমার সাথে সকল সময় থেকো ইহাই হোক।