একাকিত্ব
নাসরিন ইসলাম
নিঃশব্দ রাতের জানালায় বসে
একাকিত্ব আমার নাম ধরে ডাকে,
আলোর বিপরীতে দাঁড়িয়ে ছায়া
যেন নিজের সাথেই ঝগড়া বাঁধে।
ভাঙা স্বপ্নের কাঁচে পা রেখে হাঁটি,
ব্যাথা রা ও আজ বন্ধু হয়ে যায়,
শূন্যতার শহরে আমি পথ হারাই না
আমাকেই পথ চিনে নিতে হয়।
চাঁদের আলোয় লুকানো কথা রা
হঠাৎ মনে ভিজিয়ে দেয় বাতাস,
হারানো মানুষের স্মৃতি এসে
দরজায় টোকা দেয় বড়ো নিঃশ্বাস।
তবু এই নিঃসঙ্গতা আমায়
শেখায় নিজের সাথে বসে থাকা,
যেখানে পৃথিবী ফুরিয়ে গেলেও আমি
নিজেকে পাই নতুন করে লেখা।