ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে একটি স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে পেন বাংলাদেশ। সৈয়দ মনজুরুল ইসলাম ১০ অক্টোবর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পেন বাংলাদেশের সাবেক সভাপতি ছিলেন।
শনিবার, ২৯ নভেম্বর, বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম শীর্ষক স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।