আমি আটকে গেছি সেই ক্লাস সিক্সে,
ঠোঁটে লিপস্টিক না দেওয়া এক রমণীর চোখে।
আমি হারিয়েছি তার চুলে,
ভুলে চলে গেছি অজানা কোন পথে।
আমি হেটেছি নির্জন পথে,
তার করপল্লবের আলিঙ্গনে সময় গিয়েছে থেমে;
যেমন থেমে যায় ছোট্ট শিশু আইসক্রিম দেখে।
আরও কিছু পথ হেটেছি তার আলাপচারিতার সাথী হয়ে,
শেষে ঘোর ভাঙ্গলো বুঝে,
সে ছিল না পাশে।
বুঝি, তবু অবুঝের ন্যায়
মিথ্যাকেই সত্য ভাবি;
তা আমাকে শান্তি দেয়।
ভাবি, যদি বাস্তবতা হতো মিথ্যা কল্পনা,
আর কল্পনারা হতো চিরন্তন সত্য !
ভাবনারা ফাকি দেয়, তবু শেষ না হয়,
ফুরায় না কল্পনাদের আসর।
ভাবি, যদি কল্পনারা সত্যি ফিরে আসে,
তখন কি কালি থাকবে কলমে,
ডায়েরির পাতা কি থাকবে খালি ?
ভুল-ভাল কল্পনারা ভুল করে কি ফিরবে আমার আঙ্গিনায় ?
এটা যেন শেষ কথা তবু চাই এটা শেষ না হোক,
সে আমার না, তবুও চাই সে আমার হোক।
