শহরের কোলাহল
লাগছেনা ভাল
প্রকৃতির নিরবতায়
যাও হারিয়ে।
পাহাড়ের রহস্যময়তা
বনভূমির নিরবতা
অসিম আকাশের আলিঙ্গন
তোমার মন জুড়াবে।
শহরের ব্যস্ততা
লাগছেনা ভাল
প্রকৃতির মাঝে
যাও হারিয়ে।
সমূদ্রের গর্জন
নদীর জোয়ারের ঢেউ
পাখির কলকাকলি
গাছের পত্রপল্লবের সুর
তোমায় প্রশান্তি দিবে।
যখন ফিরবে
সেই শহরে
দেখবে, তুমি আর আগের মতো নও।
তোমার হ্নদয়ের স্পন্দন
গোধূলি লগ্নে শহরের আলোয়
প্রস্ফুটিত হবে।
.......... ধন্যবাদ.......