রায়হান হাটিতেছে । আরও ভালো করিয়া বলিলে,এক জেনজি ফোন চালাইতে চালাইতে হাটিতছে।পায়ের তলায় ঘাস,লতাপাতা খসখস করিতেছে।সেদিক তার খেয়াল নাই।হটাৎ তার নাকে কিসের গন্ধ এল।
ইন্টারেস্টিং সব রিল আসিতেছে ফোনের স্ক্রিনে।
তা দেখায় বিচ্যুতি ঘটায় সে একটু বিরক্তিসহিত চোখ দিয়ে তাকাইল সামনে। আশ্চর্য হয়ে দেখল সে মসজিদের কাচা পায়খানা হতে মাত্র হাত পাঁচেক দূরে।