Posts

নিউজ

২০২৬ সালে আসছে ম্যাগি ও'ফ্যারেলের নতুন উপন্যাস

November 29, 2025

নিউজ ফ্যাক্টরি

20
View

বেস্টসেলার উপন্যাস ‘হ্যামনেট’ এর লেখক ম্যাগি ও'ফ্যারেল আগামী বছর পাঠকদের জন্য নতুন একটি উপন্যাস নিয়ে আসছেন। মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

'ল্যান্ড' নামের উপন্যাসটি ২০২৬ সালের ২ জুন প্রকাশিত হবে। নর্দার্ন আইরিশ লেখকের এ বইটি প্রকাশ করবে মার্কিন প্রকাশনী সংস্থা নফ। এই বইতে আয়ারল্যান্ডের মহা দুর্ভিক্ষের পটভূমিতে একজন বাবা এবং ছেলের সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। 

১৮৪৫ সাল থেকে ১৮৫২ সাল পর্যন্ত সংঘটিত এই দুর্ভিক্ষটি ইতিহাসে ‘দ্য গ্রেট ফ্যামিন অব আয়ারল্যান্ড’ নামে পরিচিত। সে সময় খাদ্যের অভাবে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়।    

নফ এক বিবৃতিতে বলেছে, বিচ্ছেদ ও পুনর্মিলন, ট্র্যাজেডি ও পুনরুদ্ধার, উপনিবেশবাদ এবং বিদ্রোহ সম্পর্কে লেখা একটি উপন্যাস 'ল্যান্ড'। এটি আমাদের সময়ের জন্য এবং সর্বকালের জন্য বেঁচে থাকার একটি গল্প।  

ম্যাগি ও'ফ্যারেল ২০০০ সালে 'আফটার ইউ'ড গন' উপন্যাসের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এরপর ‘মাই লাভার্স লাভার’, ‘ইনস্ট্রাকশনস ফর অ্যা হিটওয়েভ’ এবং ‘দিস মাস্ট বি দ্য প্লেস’ এর মতো বেস্টসেলার বই লেখেন।    

২০২০ সালে তিনি উইলিয়াম শেক্সপিয়ার এবং তার স্ত্রী অ্যান হ্যাথাওয়ে (বইতে অ্যাগনেস নামে পরিচিত) কে নিয়ে লেখা ঐতিহাসিক উপন্যাস ‘হ্যামনেট’ প্রকাশ করেন। শেক্সপিয়ারের ১১ বছর বয়সী ছেলের অকালমৃত্যু নিয়ে লেখা বইটি ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড এবং উইমেনস প্রাইজ ফর ফিকশন পুরস্কার জিতেছে।  

'হ্যামনেট' অবলম্বনে একটি সিনেমাও বানানো হয়েছে। জেসি বাকলি এবং পল মেসকাল অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক ক্লোয়ে ঝাও। এটি ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

Comments

    Please login to post comment. Login