Posts

কবিতা

তোমার যা ইচ্ছে হয় বলো।

November 30, 2025

Umme Salma

97
View

আমি অদ্ভুত এক মায়ায় পড়েছি- 
যার কোনো সংজ্ঞা নেই, 
তেমন কোনো উপমাও নেই। 
আছে শুধু মিষ্টি এক অনুভূতি।

আমি না হয় একটু অভিমানী। 
তোমায় তো অনেক ভালোবাসি।

আচ্ছা! তোমার যা ইচ্ছে হয় বলো, 
আমি অভিমান করে আবার ফিরে আসবো।

তুমি তো জানো! আমি বোকা, 
ভালো মন্দ কিছুই বুঝিনা। 
শুধু তোমায় ছাড়তে পারিনা।

জানি তুমি অন্য কারো, 
তা'তে কি? আমি তো তোমার। 
তুমি মনের বাক্সে রেখো আমায় 
তাতেই খুশি, চাইবো কি আর!
মাঝেমধ্যে সময় করে, 
সবার চোখের আড়াল হলে 
খুলে দেখ একবার আমায়, 
দেখবে আমি চুপটি করে 
দাঁড়িয়ে আছি তুমি ডাকবে বলে। 
অধীর চোখে তাকিয়ে আছি 
একবারটি দেখবো তোমায়।

আচ্ছা!  তোমার যা ইচ্ছে হয় বলো আমায়, 
তবু সময় পেলে ডেকো আমায় 
আমি তোমার ডাকের শব্দ শুনে 
সব অভিমান দূরে ঠেলে 
ছুটে আসবো ব্যাকুল প্রাণে।

আমি সাতকাহন পিছনে ফেলে, 
সাত সমুদ্র পাড়ি দিয়ে 
একলা একা আছি দাঁড়িয়ে। 
এখন শুধু তোমার মায়ায় 
আবছা আলো ডাকছে আমায়।

আচ্ছা! তোমার যা ইচ্ছে হয় বলো, 
শুধু অল্প একটু বেসো ভালো।

Comments

    Please login to post comment. Login