আমরা আমাদের তথাকথিত রুচির মানদন্ড দ্বারা বিচার করে কোন ব্যক্তি মানুষ বা কোন গোত্রের স্বাধীনতাকে হরন করতে পারিনা, তাকে আঘাত করতে পারিনা। আর একান্তই কিছু অপছন্দ হলে বা রুচির সাথে না গেলে আমরা তা ব্যক্তিগত পর্যায়ে বর্জন করতে পারি। সেটাও আমাদের স্বাধীনতা।