X কে কাছে ডাকবেন না
X এর লাল চোখে প্রতিটা সন্ধ্যা ডুবে যায়
X ভালোবাসা বোঝে না
বেলা তাকে পাঠিয়ে দিয়েছে সন্ধ্যার কাছে
সন্ধ্যা লাল হয়ে এলে Y এর কাছে যাই
Y কতটুকু বোঝে সূত্রের যোগফল
একটু একটু
কতটুকু
ডগলাস ম্যাকগ্রেগর অন্ততঃ ভাবুন
একটি সকাল কীভাবে সন্ধ্যার কাছে হেরে যায়;
উইলিয়াম ওচি Z নিয়ে আপনার সমস্যা নাই
পেটের মধ্যে যে হুলুস্থুল তাকে চিনুন
সে সানাই বাজায়
কলা দেখায়
পরিবার জানে X-Y-Z কেউ আমার নয়
10
View