আতঙ্কে কেঁপে উঠুক গোটা রাষ্ট্র,
শহরের গায়ে ধরে যাক ফাটল।
নিঃশব্দ হয়ে যাক সব গানের মঞ্চ,
দাউদাউ করে পুড়ে যাক সব স্বপ্ন।
হৃদয় ভেঙে ঝড় উঠুক,
উড়ে যাক চেনা আশ্রয়।
আঁধার ঘিরে ধরুক,
হারিয়ে যাক পরিচিত পথ।
কিছুই যায় আসে না,
সবকিছু শেষ হয়ে যাক না।
রাগ কিংবা রং
কোনটাই আর দাগ কাটে না।
চুপ করে থাকবো,
নির্বাক চোখে দেখবো।
কে কি বললো শুনবো না,
কোনো কিছু বলবো না।
হৃদয়ে ঝড় বয়ে গেলেও
তা ভেঙে যাওয়ার নয়।
কোনো উস্কানি ছুঁতে পারে না এই শূন্যতা।
নির্লিপ্ত দীর্ঘ পথ,
কাছে পৌঁছানো অসম্ভব।
কোলাহল আর স্পর্শ করে না,
মনোজগৎ প্রশান্তির চূড়ায়,
গভীর ধ্যানে মগ্ন।
একলা মেঘের দেশে,
ধরাছোঁয়ার বাইরে।
