পোস্টস

কবিতা

হত্যার দায় (প্রিমিয়াম)

৫ জুন ২০২৪

জেসী খন্দকার / Jasy Khandaker

ভেতরে বাইরে যুদ্ধ চলে

কাঁটাতার ঘেরা মগজ

এত মানুষ মরে তবু তারা

রাজার কথাই বলে



দেয়াল জুড়ে রক্তের দাগ

বারুদে পোড়া লাশ

পৃথিবী বোঝে না কিছুই

রাজার চাই দাস



দাসত্বে আসক্তি আছে

ইতিহাস তা জেনে গেছে

তাই ভয়

প্রতিদিন কত শিশু জন্মায়

কত যুদ্ধযান

মাথার উপর বোমারু বিমান

কত হত্যার দায়!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।