ভেতরে বাইরে যুদ্ধ চলে
কাঁটাতার ঘেরা মগজ
এত মানুষ মরে তবু তারা
রাজার কথাই বলে
দেয়াল জুড়ে রক্তের দাগ
বারুদে পোড়া লাশ
পৃথিবী বোঝে না কিছুই
রাজার চাই দাস
দাসত্বে আসক্তি আছে
ইতিহাস তা জেনে গেছে
তাই ভয়
প্রতিদিন কত শিশু জন্মায়
কত যুদ্ধযান
মাথার উপর বোমারু বিমান
কত হত্যার দায়!
This is a premium post.