সুখ নাই,নাই সুখ।সুখ নিয়ে যত ভাবা হয় ততই দুঃখ বাড়ে কষ্ট বাড়ে। তাই সুখ নিয়ে না ভেবে সব সময় ভাবতে হয় না। মনে রখতে হবে,তুমি সব সময় সুখি। তোমার মতোনসুখ আর কোথায় আছে।মানুষের কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা। কিন্তু তোমার তো সেই কষ্টে বেদনা নেই।তুমি হলে সবার থেকেনঅনেক গুণে সুখী। তাই সুখ নিয়ে ভাবা বন্ধ কর।
★তুমি সর্বদা সুখী।
16
View