পোস্টস

কবিতা

উঁচু দেয়াল (প্রিমিয়াম)

৫ জুন ২০২৪

জেসী খন্দকার / Jasy Khandaker

কঠোর শব্দেরা মস্তিস্কে ভীড় করে

তারা কবিতা হতে চায়

গান হয়ে ভেসে বেড়াতে চায়

তারা মেঘ হয়ে সবার হতে চায়

পারে না

তারা কঠিন মাত্র

আর তো কিছু না



যা অজানাকে জানতে দেয় না

পর্দার আড়ালে রেখে দেয় সত্য

মানুষ আর বোধের মাঝে

গড়ে তোলে উঁচু দেয়াল

কোন একদিন হাটে তুলবে

এই উচ্চ মার্গীয় শিল্প

বেশি দামে বেচবে বলে



তা কিভাবে সবার হয়?

তা কিভাবে সহজ হয়?

তা কিভাবে পলকেই দিতে পারে

সহজ মানুষ হওয়ার জ্ঞান

অন্ধকার টানেলে আলোর খোঁজ?

পারে না

তারা কঠিন মাত্র

আর তো কিছু না



সহজকে গোপন করে

কঠোর শব্দেরা কবিতা হতে চায়

গান মেঘ অথবা সবার হতে চায়

পারে না

এটি একটি প্রিমিয়াম পোস্ট।