Posts

চিন্তা

লিখা হল না জীবনের প্রথম কবিতা

December 2, 2025

Jahid Iqbal

10
View

কবিতা লিখতে বসছি, তাও আবার জীবনের প্রথম।'মন বলছে লিখনা তোমার মনের ভাবনা ছন্দের তালে; তুমি লিখার উপলক্ষ পেয়েছ। লিখতে চাই, কিন্তু মনের ভাবনা গুলো কবিতা হয়ে কলমের মুখ দিয়ে বের হতেই চাই না। ভাবনা গুলো বলে, " হতে চাই শুধুই তোমারি, মোরা ঠাঁই চাই শুধু তোমারি মনে; লিখে ছড়িয়ে দিয়না নিখিল ভূবনে।" - তাই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বে ও লিখা হল না জীবনের প্রথম কবিতা। হয়ত আর কখনো লিখাও হবে না।

Comments

    Please login to post comment. Login