Posts

চিন্তা

আমার অনুপ্রেরণা

December 2, 2025

Shiam Bin Zahid

11
View

বছরটা থেমে থেমে শেষের দিকে এগোচ্ছে।
পাওয়া–না–পাওয়ার হিসাবের খাতায় যোগ হচ্ছে আরেকটি অধ্যায়।
গত বছরের যে মুখগুলো পাশে ছিল,
সময় তাদের অনেকে কে যেন চুপচাপ দূরে সরিয়ে দিয়েছে।
তবুও হারিয়ে যাওয়া সেই মানুষগুলোর স্নেহ,
তাদের রেখে যাওয়া উষ্ণ ভালোবাসা—
নতুন দিনের প্রতিটি ভোরে হয়ে উঠবে বছরটা থেমে থেমে শেষের দিকে এগোচ্ছে।
পাওয়া–না–পাওয়ার হিসাবের খাতায় যোগ হচ্ছে আরেকটি অধ্যায়।
গত বছরের যে মুখগুলো পাশে ছিল,
সময় তাদের অনেকে কে যেন চুপচাপ দূরে সরিয়ে দিয়েছে।
তবুও হারিয়ে যাওয়া সেই মানুষগুলোর স্নেহ,
তাদের রেখে যাওয়া উষ্ণ ভালোবাসা—
নতুন দিনের প্রতিটি ভোরে হয়ে উঠবে আমার অনুপ্রেরণা।

Comments

    Please login to post comment. Login