Posts

ফিকশন

শেষ রাতের কল

December 3, 2025

Faysal Fahim

9
View

রাত ২:১৭ মিনিট। মোবাইলের স্ক্রিন হঠাৎ জ্বলে উঠলো “Unknown Caller”

রাফি প্রথমে ভেবেছিল ভুল করে কেউ কল দিচ্ছে। কিন্তু কলটা কেটে দেওয়ার সাথে সাথে একটা মেসেজ আসল

দরজাটা খুলো। আমি তোমার ঘরের সামনেই আছি।”

রাফির বুক ধড়ফড় করতে লাগলো। সে একা থাকে—আর এই সময়ে কেউ আসার কথা নয়।

দরজার কাছে গিয়ে চোখের ফাঁক দিয়ে বাইরে তাকালো… কেউ নেই।

হঠাৎ আবার মেসেজ—হঠাৎ দেখার চেষ্টা করো না। শুধু দরজা খুলো।”

ভয়ে হাত কাঁপতে লাগলো। সে দরজা খুলবে নাকি পুলিশে কল দেবে—বুঝতে পারছিল না।

ঠিক তখনই রাফির ঘরের টিউবলাইট একবার ঝিমিয়ে নিভে গেল। অন্ধকারের মাঝে ফোনটা আবার ভাইব্রেট করল—

তুমি যদি দরজা না খুলো… আমি ভেতরে আসব। তালা তো এতক্ষণে খুলে ফেলেছি।”

রাফি চমকে পিছনে ঘুরে দাঁড়ালো— তার ঘরের দরজার তালা ধীরে ধীরে নিজে নিজে ঘুরছে… ক্লিক…

দরজা ওপেন।

রাফি ফিসফিস করে বলল, “কে… কে ওখানে?”

দরজার ফাঁক দিয়ে একটা কালো ছায়া ভেতরে ঢুকল। মোবাইল স্ক্রিন আবার জ্বলে উঠল—

আমাকে দেখলে তুমি আর সকালটা দেখবে না।”

হঠাৎ ছায়াটা রাফির দিকে এগিয়ে এল— আর তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল।

Comments

    Please login to post comment. Login