গানগুলো জেনে গেছে
পরাজয়ের ইতিহাস
কবিতারা হাতড়ে বেড়ায়
গুম হত্যা শিশুর লাশ
নাটকের মঞ্চে গন্ডার দৌড়ে
সিনেমারা স্লোগান
বিপ্লবীরা ছুটে যায়
মহানের জয়গান
গল্পের ঝুলি প্রেমময়
প্রবন্ধরা রাজকাজে
বুদ্ধি বেচে খাই চল
ভাই ব্রাদারের মাঝে
এইতো কাছেই...
পলিথিনে বিষ ভরে
দম নেয় শিশুর দল
মাঝ রাস্তায় নেচে যায়
ঘোরে গভীর অতল
এখানে আলো কোথায়?
সখা সখি
বল তোরা বল...
This is a premium post.