Posts

কবিতা

ইচ্ছে পূরণ

December 4, 2025

মহিউদ্দিন শাকিল

Original Author মহিউদ্দিন শাকিল

Translated by মহিউদ্দিন শাকিল

8
View

খুব ইচ্ছে করে আমার কারো সঙ্গ পাওয়ার 
ইচ্ছে করে পাখি হয়ে ডানা মেলাবার 
ঐ দূর আকাশে মেঘের ভেলা হয়ে
খুব ইচ্ছে করে বৃষ্টি হয়ে ঝরে পড়ার!

আমার ইচ্ছে করে ঐ সাগরপাড়ে 
সাঁতার কাটতে!
ইচ্ছে করে পাহাড়ের উঁচুতে ওঠে
মেঘের স্পর্শ করতে!

ইচ্ছে করে শত ফুলের মাঝে
নিজেকে মেলে ধরবার! 
যেন একরাশ মুগ্ধতা ছড়িয়ে 
সবাইকে পাগল করে দেই।

আমার ইচ্ছেগুলো খুব ছোট ছোট
কিন্তু ইচ্ছের পায়রাগুলি খুব দূরন্ত! 
যেন বাঁধা মানে না কোনকিছুরই। 

তাই তো আশার বাতি জ্বেলে আমিও 
ছুটে চলি, কিছুটা আশকারা দেই।
যেন আমার ইচ্ছেগুলো পূর্ণতা পায়
কোন এক সুন্দর দিনে।
যেদিন শুধু থাকবে আমি আর
আমার ইচ্ছেগুলো! 

তারিখঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং (মঙ্গলবার)

Comments

    Please login to post comment. Login