Posts

কবিতা

কবিতা - কোকিল

December 4, 2025

Ratin Ahmed

6
View

-: কবিতা :- 

“কোকিল”

রাতিন আহমেদ

ওরে আমার কোকিল,
তুমি থাকো গো কোথায়?
আমি যে বড় অসহায়,
প্রাণের মানুষ নেই বিধায়।

ওরে আমার কোকিল,
শুনে যাও একটি কথা!
মনে আমার বড় ব্যথা,
দেখিতে তার রূপ ছটা।

ওরে আমার কোকিল,
দেখেছো কি তুমি তাঁরে?
মন ভরে নয়ন জুড়ে,
আছে বসে আমার অন্তরে।

ওরে আমার কোকিল,
গিয়ে তুমি বারী শাহ নগর,
এসো নিয়ে হুজুর লুৎফর শাহ'র খবর,
শূন্য রাতিনের কাটে না যে প্রহর।

Comments

    Please login to post comment. Login