
ডিসেম্বর এলেই মনে পড়ে সেই দিন,
পরীক্ষা-শেষে খুলত ছুটির দরজা।
হাওয়া ভরত হালকা, নির্ভার সুরের বিন,
বন্ধুত্ব হাসত মাঠে ধুলো মেখে বাজা।
কুয়াশা-মাখা রোদে খেলত আনন্দ-ছায়া,
ঘুড়ির নাচে আকাশ হতো রঙিন কলা।
শীতের সকাল জুড়ে থাকত মায়ার ছোঁয়া,
নির্দোষ সময় গড়ত সোনালি ছন্দখেলা।
আজও ডিসেম্বর আসে, কিন্তু কেমন শূন্য—
প্রাপ্তবয়স্ক ভিড়ে স্মৃতিরা হাঁটে ধীরে।
হাসিরা নিভে গেছে ব্যস্ততার ধূলোকুণ্ডে,
ছুটির দিনগুলো হারায় ধোঁয়াশা ভিরে।
তবু মনে রাখি—সেই ছুটি, সেই কোলাহল—
শৈশবের ডিসেম্বর, আজও অমল, অচল।https://www.facebook.com/share/17t5Sf7MaL/
https://hikmah.net/post/-OdrQ4bptLd
০৫/১২/২০২৫
জুরাইন ইসলাম জাবেদ